চোখে অঞ্জনি হলে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৮:২০

চোখের পাপড়ি যেখান থেকে গজায়, সেই রেখা ঘেঁষে যে লাল লাল ছোট্ট দানা বা পুঁটলির মতো তৈরি হয়, সেটা অঞ্জনি। চিকিৎসাবিজ্ঞানে এগুলো স্টাই বা হরডিওলাম নামে পরিচিত।


অঞ্জনি হলে যা হয়


চোখ ফুলে লাল হয়ে যায়।
চোখের পাতা খুলতে কষ্ট হয়।
পাতা ফেলতে গেলে চোখে ব্যথা হয়।
চোখের পাতায় ফুসকুড়ির মতো বের হয়। অনেক সময় পুঁজও হয়ে যায়।
বাতাস লাগলে চোখ দিয়ে পানি ঝরতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও