![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F11%2F922fff6f7f7f18be499f34f82377efbe-61b4906909685.jpg%3Fjadewits_media_id%3D764243)
বিদ্যালয়ে আগুন, পুড়ে ছাই ৬ শ্রেণিকক্ষ
গাজীপুরের শ্রীপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরে আগুন লেগেছে। আগুনে ওই ঘরের ছয়টি শ্রেণি কক্ষ পুড়ে গেছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করেছেন।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বেলাল হোসেন বলেন, ‘বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নেভাতে কাজ শুরু করে। স্কুলের ওই টিনশেড ঘরগুলোর শ্রেণিকক্ষের দরজা-জানালা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলে দিয়ে থাকতে পারে। সেখান থেকে আগুনের সূত্রপাত।’