‘ফেলনা’ থেকেই পোশাক আর গয়না

প্রথম আলো প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৪

৩০ নভেম্বর রাজধানীর বনানীতে কিউরিয়াসের প্রধান কার্যালয়ে হয়ে গেল শীতের পোশাকের এক বিশেষ প্রদর্শনী। আর আয়োজনটা যেহেতু শীতপোশাকের, শীতের আমেজ তৈরিতে তাই ‘একচুল’ও ছাড় দেননি প্রদর্শনীর কিউরেটর ও কিউরিয়াসের প্রধান ডিজাইনার চন্দ্র শেখর সাহা। কাঁথা ফোঁড়ের ব্লেজার, জ্যাকেট, পকেটওয়ালা পঞ্চ, কোট, কটি—সব পোশাকই সেকেন্ড হ্যান্ড কাপড়ে বানানো আর হাতে সেলাই করা। পোশাকগুলো তৈরি করেছেন যশোরের পাঁচ গ্রামের ক্ষুদ্র কারুশিল্পীরা। আর অলংকারগুলো ফেলে দেওয়া বা ঝরে পড়া নানা উপাদানে তৈরি।


‘মিট দ্য প্রেস’–এ আয়োজকেরা জানান, প্রতিনিয়ত বেড়ে চলেছে বিশ্বের তাপমাত্রা। এ রকম লাগামহীনভাবে মানুষ আর পরিবেশের যুদ্ধংদেহী অবস্থানে মানুষের পরাজয়ের চেয়ে নিশ্চিত আর কিছু হয় না। প্রকৃতির বিপরীতে মানবসভ্যতা পিঁপড়ার মতোই ক্ষুদ্র, অসহায়। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পোশাকশিল্পের সব স্তরের সঙ্গে জড়িতদের দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই। সে রকম একটি অবস্থান থেকেই এই প্রদর্শনীর শীতের পোশাকগুলো তৈরি হয়েছে সেকেন্ড হ্যান্ড কাপড়কে পুনর্ব্যবহার করে। গয়না তৈরিতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া কাপড়, মেটাল, বাঁশের শুকনা কঞ্চি, ফুল, ফল, ফসলের বীজসহ আরও নানা কিছু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও