![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fna-20211211155714.jpg)
২ কোটি টাকায় সড়ক সংস্কার, দুই মাসের মাথায় ভাঙন
নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া-মমিনপুর রাস্তাটি দুই কোটি ১১ লাখ লাখ টাকা ব্যয়ে সংস্কার হয়েছে। তবে সংস্কারের দুই মাসের মাথায় সড়ক থেকে পিচঢালাই উঠে যাচ্ছে। কোথাও কোথাও রাস্তা দেবে গেছে। দেখা দিয়েছে ফাটলও। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কের এমন অবস্থা হয়েছে। এতে সরকারের টাকা অপচয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, বেলঘরিয়া থেকে মমিনপুর পর্যন্ত ৮ কিলোমিটারের বেশি রাস্তাটি সংস্কারের জন্য গত অর্থবছরে (২০২০-২১) টেন্ডার আহ্বান করা হয়। ঠিকাদারি সংস্থা সরকার কনস্ট্রাকশন টেন্ডারের মাধ্যমে কাজটি পায়।