মেধাবী শিক্ষার্থীদের কারা খুনি বানাল

প্রথম আলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১, ঢাকা সোহরাব হাসান প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১৫:২১

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের দিনের একটি দৃশ্য। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকে পুলিশ যখন আদালতের এজলাস থেকে কারাগারে নিয়ে যাচ্ছিল, তখন তাঁদের সবার চেহারা ছিল বিষণ্ন ও বেদনাকাতর। এরপর পুলিশ ভ্যানে বসে তাঁদের কাউকে উচ্চস্বরে কাঁদতে দেখলাম। আবার এক–দুজন লোহার জালির বাইরে হাত বাড়িয়ে প্রতিবাদ করছিলেন, তাঁরা অপরাধী নন।


রায়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বলেছেন, ‘আসামিরা পরস্পরের যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে আবরার ফাহাদকে নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে অত্র ট্রাইব্যুনাল সকল আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও