![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fc4f8c6bc-e05d-469f-bb00-97f11eaa73c4%252F359180_01_02.jpg%3Frect%3D0%252C0%252C4000%252C2100%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Fb6d37ce7-992e-4aad-a972-ffb0b487eb4f%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
‘ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখে’ রেকর্ড ক্যারির
প্রথম আলো
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১২:৩৪
‘নিখুঁত! একটি বলও হাত থেকে ফেলেনি। (ক্রিকেট) বলটা ফুটবলের মতো দেখছে! অসাধারণ অভিষেক...গ্লাভসের কাজে সে দশে দশ পাবে।’
অ্যালেক্স ক্যারিকে নিয়ে কথাগুলো মার্ক ওয়াহর। ব্রিসবেন টেস্ট দিয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে ক্যারির। বিতর্কে জড়িয়ে টিম পেইন দল থেকে ছিটকে পড়ায় কপাল খোলে ক্যারির।
এখন তো পেইনের কপাল পোড়ার দশা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের উইকেটকিপার হিসেবে দলে ফেরাই যে কঠিন!