কর্মীদের হোম অফিসের সময় বাড়ালো মেটা-গুগল

ঢাকা টাইমস আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১২:৫৬

করোনা আতঙ্কে গত দেড় বছরেরও বেশি সময় ধরে ওয়ার্ক ফ্রম হোমে জোর দিয়েছে টেক জায়ান্টরা। গুগল থেকে ফেসবুক- প্রত্যেক নামী সংস্থাই কর্মীদের সুরক্ষার কথা ভেবে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়ে এসেছে। বছর শেষে শোনা গিয়েছিল, নতুন করে কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু হচ্ছে এই কোম্পানিগুলোতে। কিন্তু বাদ সাধল ওমিক্রন। করোনার এই নয়া স্ট্রেনের দাপট এবার নাকি কর্মীদের অফিস ফেরার পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে।


গত বুধবারই নাকি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা, যা এখনও ফেসবুক নামেই পরিচিত, ঘোষণা করেছিল, যে আগামী বছর ৩১ জানুয়ারি থেকেই কর্মীদের অফিসে ফেরানো হবে। অর্থাৎ আর বাড়ি বসে কাজ নয়, কর্মক্ষেত্রে এসেই কোভিডবিধি মেনে একসঙ্গে আগের মতো কাজ করবেন কর্মীরা। তবে এ নিয়ম বাধ্যতামূলক নয়। কর্মীরা ইচ্ছে করলে তিন থেকে পাঁচ মাস পরও অফিসে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও