আফগানিস্তানে ফের অর্থ বরাদ্দ দেবে আন্তর্জাতিক দাতারা

এনটিভি আফগানিস্তান প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১১:০৫

আফগানিস্তানের জন্য বরাদ্দকৃত ২৮ কোটি মার্কিন ডলার তহবিলের স্থগিত অনুদান জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য সংস্থার হাতে হস্তান্তরে রাজি হয়েছে আন্তর্জাতিক দাতারা। বিশ্ব ব্যাংক এ কথা জানিয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক পরিচালিত আফগানিস্তান-পুনর্গঠন ট্রাস্ট তহবিলের এ অর্থ জাতিসংঘের দুটি সংস্থা—ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং ইউনিসেফের কাছে হস্তান্তর করা হবে। বিশ্ব ব্যাংক বলছে, যেহেতু দুটি সংস্থারই আফগানিস্তানে কার্যক্রম চালু রয়েছে, তারা সুষ্ঠুভাবে সহযোগিতা পৌঁছে দিতে পারবে। ইউনিসেফ পাবে ১০ কোটি, আর ডব্লিউএফপি পাবে ১৮ কোটি ডলার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও