সব অর্থ সরকারি ব্যাংকে রাখার পরামর্শ সংসদীয় কমিটির
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সহায়তার জন্য দুটি তহবিল রয়েছে। একটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল, অন্যটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। এখন পর্যন্ত এ দুটি তহবিলে জমা হওয়া অর্থের পরিমাণ ৭০০ কোটি টাকার বেশি। এসব অর্থ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে সঞ্চয় হিসেবে রাখা আছে। তবে জমাকৃত এসব অর্থ তুলে সরকারি ব্যাংকে রাখার পরামর্শ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বেসরকারি ব্যাংকে অর্থ রাখা ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কমিটির সাম্প্রতিক এক বৈঠক থেকে এ পরামর্শ দেয়া হয়।