কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজীপুরে ক্ষমতার বলয়ে নতুন চক্র

যুগান্তর গাজীপুর সিটি করপোরেশন প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ১০:০১

ঢাকার উপকণ্ঠে ব্যস্ততম নগরী গাজীপুর। আপাতদৃষ্টে সেখানে সবকিছুই স্বাভাবিক। শিল্প-কলকারখানা সচল। সরগরম বাজারঘাট। সকাল-সন্ধ্যা দল বেঁধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মক্ষেত্রে যাতায়াত করছেন নির্বিঘ্নে। কিন্তু ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতিতে পটপরিবর্তনের পর আধিপত্য বিস্তারের মহড়ায় ভেতরে ভেতরে পালটে গেছে দৃশ্যপট। বিরাজ করছে অস্থিরতা।


খোদ ক্ষমতাসীন দলের একাংশের নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। আর এ পরিবর্তন বেশি দিনের নয়। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করার পরপরই পরিস্থিতি দ্রুত পালটাতে থাকে। স্থানীয়দের অভিযোগ-আগে একরকম ‘বঞ্চিত’ নেতাকর্মীরা এখন আধিপত্যে ফিরেছেন। ঝুট, ডিশ, ইন্টারনেটসহ সব ধরনের ব্যবসা-বাণিজ্য দখলে মরিয়া হয়ে উঠেছেন তারা।


ক্ষমতার বলয়ে সৃষ্ট নতুন চক্রের নেপথ্যে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের অনুসারী নেতাকর্মী। তাদের সরাসরি মদদ দিচ্ছেন প্রতিমন্ত্রীর চাচা নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও