![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F11%2Fravi-shastri-india-coach.jpg%3Fitok%3DWpev2dFu)
২০১৯ বিশ্বকাপে ভারতের দল নির্বাচনে রবি শাস্ত্রীকে পাত্তা দেওয়া হয়নি
কিছুদিন আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে চুক্তি না বাড়িয়ে নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। নতুন কোচের অধীনে এরই মধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে ভারত। বদল এসেছে রঙিন পোশাকের ক্রিকেটে নেতৃত্বেও। তবুও বেশ আলোচনায় আছেন শাস্ত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন শাস্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তাঁর মতামতকে পাত্তা না দিয়েই দল বাছাই হয়েছিল। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ভারত।