লিখিত পরীক্ষায় ভালো করতে করণীয়

প্রথম আলো নাজমুল হুদা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষায় নকআউটভিত্তিক প্রিলিমিনারি পর্ব পার হয়ে যাঁরা ১০ হাজার ক্লাবে ঢুকতে পেরেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। লিখিত পরীক্ষা যেহেতু ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, তাই ধরে নেওয়া যায় সবার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রথম ধাপের পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় লিখিত পর্ব সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের মতো। নম্বর বিচারে এ অংশটি নিয়োগপ্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের পরীক্ষা। হাতে আছে মাত্র সপ্তাহখানেক সময়। বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই। কয়েকটি বিষয়ে বাড়তি মনোযোগ দিলে লিখিত থেকেই চূড়ান্ত মনোনয়নের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকা সম্ভব। 


সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে থাকতে ফোকাস রাইটিংয়ে বাড়তি নজর দিতে হবে। অনেকে গড়পড়তা লিখে পৃষ্ঠা ভরাট করবে। বেশি নম্বর পেতে ৩-৪ পৃষ্ঠার মধ্যেই ভালো কিছু দিতে হবে। এ অংশে বাংলা ও ইংরেজি মিলিয়ে দুটি নিবন্ধ লিখতে হয়। মোটামুটি ৫০ থেকে ৬০ নম্বর বরাদ্দ থাকে। বিষয়ভিত্তিক বিশেষণসহ তুলনামূলক তথ্যগুলো টেবিল, ছক বা গ্রাফ আকারে উপস্থাপন করতে পারলে ভালো নম্বর ওঠে। এ ক্ষেত্রে ‘কালার পেন’ বা কাঠ পেনসিল ব্যবহার করা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে