পাকিস্তানে তুলা উৎপাদন বেড়েছে ৫৪ শতাংশ

বণিক বার্তা পাকিস্তান প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় চলতি বছরে তুলা উৎপাদন ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রদেশের কৃষিমন্ত্রী সৈয়দ হোসাইন জাহানিয়া গারদেজি। একই সময়ে গত বছরের তুলনায় চলতি বছর দেশটির মোট তুলা উৎপাদনের পরিমাণ বেড়েছে ৫৪ দশমিক ২২ শতাংশ। পাকিস্তান কটন জিনার্স অ্যাসোসিয়েশনের (পিসিজিএ) উৎপাদন তথ্যে এমনটা দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।


গারদেজি জানান, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট উৎপাদিত তুলার পরিমাণ ছিল ৭১ লাখ ৬৮ হাজার ১১৮ বেল। গত বছরের একই সময়ে কারখানায় আসা তুলার পরিমাণ ছিল ৪৬ লাখ ৪৮ হাজার ১১৮ বেল। গত বছরের একই সময়ে কারখানায় আসা তুলার পরিমাণ ছিল ৪৬ লাখ ৪৮ হাজার ১১৮ বেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও