চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ভারতের স্বর্ণ আমদানি

বণিক বার্তা ভারত প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৩:০১

ভারতে ক্রমাগত বাড়ছে স্বর্ণের মজুদ। ফলে বিশ্ববাজারে ধাতুপণ্যটির দাম এখনো চড়া থাকলেও আমদানি মূল্যে উল্লম্ফন দেখা গেছে। এতে বাড়ছে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণও। চলতি বছর এপ্রিল-নভেম্বরে দেশটিতে বাণিজ্য ঘাটতি ছিল ১২ হাজার ২০০ কোটি ডলার। খবর মানি কন্ট্রোল ডটকম।স্বর্ণ আমদানিতে বিশ্বের পঞ্চম শীর্ষ দেশ ভারত। ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে ভারতে স্বর্ণ আমদানির পরিমাণ ১৭০ শতাংশ বেড়েছে।


তবে বিশেষজ্ঞরা বলছেন, গত বছর প্রথম প্রান্তিকে পূর্ণ ও দ্বিতীয় প্রান্তিকে আংশিক লকডাউন জারি হয়। এতে অর্থনীতিতে ধস নামে। তাই গত বছর একই সময়ের সঙ্গে বর্তমান চিত্রের তুলনা করা অমূলক।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ তথ্যানুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে ধাতুটির চাহিদা ৬০ শতাংশ বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও