হত্যার রাজনীতি : আবরার ফাহাদ

নয়া দিগন্ত প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১৯:৫১

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যামামলার রায় ঘোষণা করা হয়েছে গত ৮ ডিসেম্বর। রায়ে ২০ জনের ফাঁসি আর পাঁচজনের যাবজ্জীবনের রায় দিয়েছেন বিচারক। রায় পেয়ে সাধারণ মানুষ অনেকটাই খুশি। ফাহাদের পরিবার আংশিক খুশি। তারা বলেছেন, ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি খুশি, এটি বলবেন না।



তারা সেটি বলতেই পারেন। কিন্তু আমরা তো তালিয়া বাজানোর লোক। খুশির চোটে তালিয়া বাজিয়ে বলব, রায়ে আমরা খুশি। ন্যায়বিচার হয়েছে। যেমনটি বলেছেন আইনমন্ত্রী, তিনি খুশি। তিনি আইনের পেশাজীবী ছিলেন, এখন মন্ত্রিত্বের জন্য প্র্যাকটিস করেন না। তবে জানেন কত ধানে কত চাল হয়। ন্যায় রায় হওয়ার পেছনে আইনজীবীদের বড় ভ‚মিকা রাখতে হয়। আবার রায় অন্যায় হয়েছে এমনটি বলা রেওয়াজসম্মত নয়। রায় নিয়ে নেতিবাচক কিছু বলা আদালত অবমাননার শামিল বা অবমাননা। তাই ঠোঁটকাটারাও আদালতের রায়ের প্রতি কদাচ কটাক্ষ করেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও