![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcow-20211210194944.jpg)
গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে পুকুরে ঝাঁপ মা-মেয়ের
চাষির গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন মা-মেয়ে। পরে তাদের পুলিশে দেওয়া হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে পাবনার চাটমোহর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন-পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার চর শ্রীপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী আল্লাদি খাতুন (৪২) ও তার মেয়ে শাপলা খাতুন (১৬)। শাপলা খাতুন ইউনুস আলীর সৎময়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গরু চুরি
- গরু চুরির আতঙ্ক