১৪ বছর পর অন্ধকার ঘর থেকে বেরোল যুবক!

ডেইলি বাংলাদেশ বর্ধমান প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

চোখের নিমেষে বদলে গিয়েছিলেন। নিজেকে বন্ধ করে ফেলেছিলেন একটা ঘরে। ১৪ বছর পর পূর্ব বর্ধমানের গুসকরার সেই যুবক দেখলেন সূর্য।


ভারতের পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা শিবু বারুই। কখনো কোনও সমস্যা ছিল না। বছর ১৪ আগে কাজ হারানোর পর আচমকাই নিজেকে বন্দি করে ফেলেন শিবু। তবে শোনা যায়, নিজেকে বন্দি করার পিছনে ছিল প্রেমিকার সঙ্গে বিচ্ছেদও। সেই থেকে এতগুলো বছর বদ্ধঘরে কেটে গিয়েছে। শত চেষ্টা করেও তাকে সূর্যের মুখ পর্যন্ত দেখাতে পারেননি কেউ। ঘরের মধ্যেই খাওয়া-দাওয়া থেকে মল-মূত্র ত্যাগ, সবটাই করতেন তিনি। নিজে যেমন বেরতেন না, তেমনি কেউ সেখানে যাক সেটাও তার পছন্দ ছিল না।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে