আবরার হত্যাকাণ্ড : কাঠগড়ায় ছাত্ররাজনীতি
এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হত্যাকাণ্ডের রায়। এই রায় নিয়ে অনেক আলোচনা হচ্ছে যার বেশিরভাগই ইতিবাচক। রায়ে কতজনের ফাঁসি হলো বা এই রায় কতটা ন্যায্য বা অন্যায্য হলো এই দিকটার চেয়েও আমার কাছে অনেকবেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বুয়েটের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এতগুলো মেধাবী মুখ আজ প্রশ্নবিদ্ধ।
বুয়েটে যারা ভর্তি হয় তাদের কেউই মেধার দিক থেকে পিছিয়ে পড়া নয়। আর সেজন্যই জনমনে হা-হুতাশ একটু বেশিই।