কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৌতুকের ছলে বলে যাই!

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১০:৩৫

কতগুলো কৌতুক আগে পরপর বলে নিই। রিডার্স ডাইজেস্টের কতগুলো কপি হাতে নিয়ে বসেছি। সেখান থেকে ভাবানুবাদ করে দেব কিছু কৌতুক।



১.


প্রশ্ন: ছয়টা চোখ আছে, কিন্তু কিছুই দেখতে পারছে না—জিনিসটা কী?


উত্তর: তিনজন পুরুষ আছে একটা বাড়িতে, থালাবাসন হাঁড়িকুড়ি পড়ে আছে নোংরা, কাপড়চোপড় ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে, বাচ্চাগুলোর ডায়াপার বদলাতে হবে।


২.


একজন কিপটে লোক মৃত্যুশয্যায়। ডাক্তার বলে দিয়েছেন, বড়জোর তিন মিনিট, তারপরেই তাঁর মৃত্যু হবে। মৃত্যুপথযাত্রীর চোখে ছানি, ভালো করে দেখতে পান না। তিনি শুধোলেন, ‘আমার স্ত্রী কি আমার পাশে আছে?’


‘হ্যাঁ গো, এই তো আমি এখানে।’ স্ত্রী বললেন।


‘আমার ছেলেমেয়েরা?’


‘আছি বাবা। এই যে আমি, এই যে আমি...’ ছেলেমেয়েরা চোখে দেখতে না পাওয়া পিতাকে নিজেদের অবস্থান জানাল।


‘আমাদের গৃহপরিচারক?’


‘স্যার। আমি আছি, স্যার।’


‘সবাই আছ তাহলে আমার পাশে?’


‘জি। আমরা সবাই আছি।’


‘সবাই এখানে থাকলে তো রান্নাঘরে কেউ কাজ করছে না। তাহলে রান্নাঘরের বাতিটা জ্বলছে কেন?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও