সিন্ডিকেটের হাতে চাল ব্যবসা, কৃত্রিমভাবে সরবরাহ কমানোয় বাজার ঊর্ধ্বমুখী
www.tbsnews.net
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১০:১৪
দেশে আমন মৌসুমের ধান কাটা শেষ পর্যায়ে। ইতোমধ্যে দেশের বিভিন্ন মোকামে নতুন মৌসুমের চাল সরবরাহ ও সরকারি পর্যায়ে সংগ্রহ শুরু হয়েছে। কিন্তু সরবরাহ ঘাটতি দেখিয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে চালের বাজার। সংকট দেখিয়ে বাজারকে চাঙ্গা রাখতে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের।
এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিপ্রতি দুই থেকে চার টাকা। মূলত সরকারি পর্যায়ে চাল সংগ্রহের দাম বৃদ্ধি, জ্বালানী তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে।