![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F3e52234c-2a7a-4480-89f7-3ab9c5fb7fae%252F180051447_225033096050563_5393989585806259100_n.jpg%3Frect%3D0%252C0%252C1800%252C945%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252F38a30483-8bc0-4284-96f6-38fef6f8c749%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
লাল মোরগের লড়াই
প্রথম আলো
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৮:০৪
অনুদান পাওয়া, শুটিং শুরু করে মাঝপথে থেমে যাওয়া, বিরতি দিয়ে আবার শুরু করা—এমন নানা কারণে অনেক দিন ধরেই আলোচনায় নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। শোনা যাচ্ছিল, নির্মাতা বিশাল ক্যানভাসে যেভাবে গল্প কিংবা চরিত্র ভাবছিলেন, সেটা হচ্ছিল না।
প্রথম দফায় শুটিং করেও প্রত্যাশামতো ফল না পাওয়ায় শুটিং বন্ধ হয়ে যায়। এরপর গত বছর আবার পুরোদমে শুরু হয় শুটিং। অবশেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো আমন্ত্রিত দর্শক দেখলেন ‘লাল মোরগের ঝুঁটি’। আজ দেশের সাতটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘প্রতীক্ষিত’ সেই চলচ্চিত্র।