ওমিক্রন: ধনী দেশগুলোকে টিকা মজুত না করার আহ্বান ডব্লিউএইচওর
করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনকে ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।
পাশাপাশি, ‘করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রন ঠেকাতে সক্ষম’- বলে যে গুঞ্জন শুরু হয়েছে, সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন ডব্লিউএইচওর এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে কেট ও ব্রায়েন বলেন, ‘সম্প্রতি বলা হচ্ছে, করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে এবং এই বিষয়টিতে আমরা উদ্বিগ্ন।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৯ মাস আগে
সমকাল
| ভারত
২ বছর আগে