কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট, চাপ সামলানো নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২২:৩৩

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হচ্ছে ফ্লাইট। ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে এতে বাড়িতে চাপ বাড়লে, বিমানবন্দরে যাত্রী সেবা দেওয়া নিয়ে শঙ্কিত এয়ারলাইন্সগুলো।


বিমানবন্দর সূত্রে জানা গেছে,  রাত ও ভোরের ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময়ে বিন্যাস করা হয়েছে। এতে বিমানবন্দরে বেড়েছে যাত্রীদের চাপ বাড়বে। এমনিতেই বিমানবন্দরে ট্রলির সংকট হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। দিনে একই সময়ে অনেকগুলো ফ্লাইট থাকলে বোর্ডিং কাউন্টার, কাস্টমস, ইমিগ্রেশন-সহ অন্যান্য জায়গায় যাত্রীর চাপ বাড়বে। এতে যাত্রীসেবা ব্যাঘাত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও