![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd42a5aba-2615-4271-8fba-7ee4a0d6a83a%252F262584649_464637365025775_5343229924379613803_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
খেলার অভিনয় করবেন আশরাফুল, সুমনেরা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২২:২১
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেদ দুই খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত, হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার করবেন খেলার অভিনয়। এই তিন ক্রিকেট তারকা এবার অভিনয় করবেন ক্রিকেট নিয়ে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’-এ। শান্ত ও সুমনকে দেখা যাবে দুই দলের কোচ এবং আশরাফুলকে দেখা যাবে একটি দলের খেলোয়াড় হিসেবে।
নাটকের গল্পটি ক্রিকেটবিষয়ক। শুটিং করা হয়েছে ক্রিকেট মাঠে। অভিনয়ও করেছেন বেশ কজন ক্রিকেটার। পরিচালক জানান, কয়েকজন তারকা ক্রিকেটারকে নাটকে যুক্ত করলে ক্রিকেটের আবহটা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। গত ১৫ নভেম্বর থেকে ঢাকার কলাবাগান ক্রিকেট মাঠে হয়েছে নাটকটির শুটিং। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন সুমন, শান্ত, আশরাফুলরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে