কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গণতন্ত্র সম্মেলন সহযোগিতা বাড়াবে, নাকি সংঘাত

প্রথম আলো জর্জ কো প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২২:০৬

‘মুক্ত’ বিশ্বের স্ব অভিষিক্ত নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ‘গণতন্ত্র সম্মেলন’ ডেকেছেন।৯–১০ ডিসেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তের ১১০ জন সরকারপ্রধান সম্মেলনে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফ্রিডম হাউস সূচকে গণতন্ত্রচর্চার যে মাপকাঠি, তাতে আমন্ত্রিত অনেক দেশের অবস্থান মোটেই ভালো নয়।


ফ্রিডম হাউসের সূচক অনুসারে গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শীর্ষ ২৫ দেশের মধ্যে নেই। সূচকে দক্ষিণ কোরিয়া, পানামা ও রুমানিয়ার সঙ্গে একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ঘানা ও পোলান্ড এবং আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া থেকে সামান্য ব্যবধানে এগিয়ে।


গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যথাযথ দৃষ্টান্ত নয়। বেশির ভাগ আমন্ত্রিত নেতা সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, পাছে ‘স্বাধীনতাপ্রিয়’ হোয়াইট হাউসের রোষে তাঁরা না পড়েন। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র কারও ওপর বেশি বিরক্ত হলে তাদের সেনারা আমন্ত্রণ ছাড়াই সেখানে গিয়ে দেশটির নাগরিকদের আমেরিকান মূল্যবোধ ‘শিখিয়ে দেয়’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও