অসংক্রামক রোগ নীরব মহামারি আকারে ছড়িয়ে পড়ছে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৭
ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগগুলো বাংলাদেশে নীরব মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এসব রোগ প্রতিরোধে বহুমুখী উদ্যোগ নিতে হবে।
বুধবার বিকেলে বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (বিএনএনসিপি) আয়োজিত ‘নীরব মহামারি অসংক্রামক রোগ : জনস্বাস্থ্য রক্ষায় করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসংক্রামক রোগের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ তামাক ব্যবহার। তামাকের ব্যবহার কমাতে বর্তমান সরকার নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।