অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ জহির

ঢাকা পোষ্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৩

নারী নির্যাতনের মামলায় এখন জেলে দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হান। তার ইস্যুতে আজ বিকেলে জরুরি বৈঠকে বসেছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। জরুরি বৈঠক শেষে জহির রায়হানকে অ্যাথলেটিক্সের সকল প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। 


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘সে জাতীয় দলের ক্যাম্পে ছিল। শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে ক্যাম্প থেকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি তার নৈতিক স্খলনের জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক আয়োজিত ঘরোয়া সে খেলতে পারবে না এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেয়া হবে না তাকে। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও