![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F09%2F81fe3dc5e982023773cc59c9b129a172-61b1f80e40f06.jpg%3Fjadewits_media_id%3D763904)
রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’— এই প্রতিপাদ্য নিয়ে ১২ ডিসেম্বর দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে ‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।