![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fd454e27e-4a05-4f12-b81e-0e627dee9729%252FBBaria_DH0517_20211209_IMG_20211209_121953.jpg%3Frect%3D0%252C0%252C1960%252C1103%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
স্বাভাবিক প্রসবে জটিলতা অনেক কমে যায়
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ফৌজিয়া আক্তার। গত কয়েক মাস তিনি স্বাভাবিক প্রসবে অন্তঃসত্ত্বাদের উৎসাহী করতে চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সের নিয়ে কাজ করছেন।
স্বাভাবিক সন্তান প্রসব করানোর কাজে উৎসাহী করতে তিনি নার্সদের জন্য মাসিক পুরস্কারের ব্যবস্থা করেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলো কথা বলেছে ফৌজিয়া আক্তারের সঙ্গে।