You have reached your daily news limit

Please log in to continue


দেশে ১৯ শতাংশ মানুষ দৃষ্টিজনিত সমস্যায় ভুগছে

দৃষ্টিজনিত ত্রুটি ও অন্ধত্ব দেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। জাতীয় জরিপ বলছে, দেশে ১০০ জনের মধ্যে একজন অন্ধত্বের শিকার। দেশে বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ মানুষ চোখে দেখে না। ১০০ জনের মধ্যে ১৯ জন কোনো না–কোনো কারণে দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছে।

সবশেষ জাতীয় অন্ধত্ব জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এই জরিপের তথ্য উপস্থাপন করা হয়। ‘দেশব্যাপী অন্ধত্ব জরিপ–২০২০’ শিরোনামের এই জরিপটি করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

দেশের ৬৪ জেলার গ্রাম ও শহরে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এই জরিপ হয়। জরিপে ১৮ হাজার ৮১০ জন নারী ও পুরুষের তথ্য সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে, গত ২০ বছরে দেশে অন্ধত্বের হার ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন