![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F12%2F09%2Fef3a55d2b6ed6ffbc203408304a57a3a-61b1ace207162.jpg%3Fjadewits_media_id%3D763835)
বন্ধ হচ্ছে অ্যালেক্সা, ১ মে থেকে কার্যকর
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:১৪
ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সাডটকম আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েবসাইট অ্যানালিসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন ওয়েসবসাইটের তথ্য বিশ্বস্ততা এবং সুনামের সঙ্গে বিশ্লেষণ করে আসছে। ১৯৯৯ সালে অ্যামাজন একে অধিগ্রহণ করে। অ্যালেক্সার ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।