২ মিনিটেই পা ফাটার সমস্যা দূর করার উপায়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:০৫
শীতের আগমন মানে ত্বকের জন্য দুঃসংবাদ। কারণ এসময় আবহাওয়ার প্রভাবে আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। মুখের যত্নের প্রতি আমরা সবাই কম-বেশি মনোযোগী হলেও খেয়াল থাকে না পায়ের বেলায়। আপনাকে সারাদিন বহন করে নিয়ে চলে যে পা জোড়া, তার প্রতি যত্নশীল তো হতেই হবে।
শীত এলে পা ফাটার সমস্যা প্রায় সবারই হয়ে থাকে। কোমল পা-ও হয়ে পড়ে খসখসে। পা ফাটার কারণে দেখতে তো অসুন্দর লাগেই, এটি অস্বস্তি ও কখনো কখনো যন্ত্রণারও কারণ হতে পারে। পা যেহেতু ধুলোবালির কাছাকাছি বেশি থাকে তাই পা পরিষ্কার রাখাও বেশি জরুরি। আর নয়তো পা ফাটার সমস্যা দেখা দিতে সময় নেবে না।
- ট্যাগ:
- লাইফ
- পা ফাটা দূরীকরণ
- শীতের যত্ন