![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/12/09/35.jpg?itok=9cNaobHY×tamp=1639025508)
দেশে ২ দশকে অন্ধত্ব কমেছে ৩৫ শতাংশ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
গত ২ দশকে দেশে অন্ধত্বের হার ৩৫ শতাংশ কমেছে বলে দেখা গেছে একটি জাতীয় জরিপে।
তবে, অন্ধত্বের হার কমলেও দেশের ৩০ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার ১৯ শতাংশ এখনও বিভিন্ন ধরণের দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছে। এর বৈশ্বিক হার ৩০ শতাংশ।
'দেশব্যাপী অন্ধত্ব সমীক্ষা ২০২০' শিরোনামের এই জরিপে আরও দেখা গেছে, ৮০ শতাংশেরও বেশি অন্ধত্বের ঘটনা সময়মত চিকিৎসা নেওয়ার মাধ্যমে এড়ানো সম্ভব।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সমীক্ষা
- অন্ধত্ব
- অন্ধত্বের হার