![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fb052bf0c-7989-48f3-90cb-e40dda6b5477%252FThumb.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D600%26dpr%3D1.0)
অডিও রেকর্ড এড়ানোর পাঁচটি উপায়
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১২
‘দেয়ালেরও কান আছে’—প্রচলিত এ প্রবাদ মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ডিজিটাল এ সময়ে আড়ি পাতা হচ্ছে ফোনকলে। তাই অডিও রেকর্ডারই এখন এক অদৃশ্য কান। রেকর্ডিংয়ের ভয়ে এখন মন খুলে দু-চারটি কথাও বলা যায় না। বেফাঁস কিছু বলে ফেলবেন আর সঙ্গে সঙ্গেই সেটা হয়ে যাবে ‘ভাইরাল’। তারপর মানসম্মান, পদ এবং ‘চাকরি’ হারানোর আশঙ্কা তো আছেই। কিছু উপায়ও অবশ্য আছে, যা অনুসরণ করে কথা বললে ফোনকলের অডিও রেকর্ড এড়িয়ে মন খুলে যা খুশি তা–ই বলতে পারবেন...
- ট্যাগ:
- লাইফ
- সহজ সমাধান
- এড়িয়ে চলার কৌশল
- কল রেকর্ডিং