দুদকে অভিযোগ কমেছে, অভিযানের সংখ্যাও কম
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১০:২৮
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাধারণ মানুষ যে দুর্নীতির অভিযোগ করতেন, সে সংখ্যাটি কমে গেছে। ব্যাপকভাবে কমেছে দুদকের নিজস্ব অভিযানও। এমন প্রেক্ষাপটে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উদ্যাপনের আয়োজন করেছে সংস্থাটি।
সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে দুদকে মোট ১১ হাজার ৮২৮টি অভিযোগ জমা পড়ে; অর্থাৎ মাসে জমা পড়েছে গড়ে ১ হাজার ১৮৩টি অভিযোগ। ২০২০ সালে মাসে গড়ে ১ হাজার ৫৪১টি অভিযোগ জমা পড়েছিল। ওই বছর মোট জমা হওয়া অভিযোগের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮৯।
এদিকে ২০২০ সালে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৮৭টি অভিযান পরিচালনা করে। চলতি বছরের প্রথম ১০ মাসে সংখ্যাটি নেমেছে ১১১–তে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে