OTP ভেরিকেশনের সময় চুরি হচ্ছে আপনার ফোনের তথ্য? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
eisamay.com
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ২০:৪১
প্রায় সবার ফোনেই এখন ইন্টারনেট। আর তাই Google, Whatsapp, Twitter এবং অনান্য ওয়েবসাইট ব্যবহার করা খুবই স্বাভাবিক। যাঁরা বিভিন্ন কাজে ওই ওয়েবসাইট এবং অ্যাপগুলি ব্যবহার করেন তাঁদের ফোনে মাঝে মাঝেই আসতে থাকে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড। কোনও বিশেষ ফিচার চালু করতে বা পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং অনান্য কাজের জন্য প্রয়োজন সেই পাসওয়ার্ডের। এবার ওই OTP নিয়েই বাড়ল চিন্তা। কারণ যে সংস্থা ওই OTP ম্যানেজমেন্ট করে সেই সংস্থার বিরুদ্ধে নজরদারি চালানোর অভিযোগ উঠল। লন্ডনের একটি সংবাদ সংস্থার রিপোর্টে ওই অভিযোগ তোলা হয়েছে।