You have reached your daily news limit

Please log in to continue


যেসব লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না

পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মুমিন বান্দার চুড়ান্ত চাওয়া-পাওয়া। অথচ কত ভয়ংকর কথাই না এটি যে, মহান আল্লাহ তিন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব! তারা কারা? প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন তিন শ্রেণির মানুষকে চিহ্নিত করেছেন; যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব।

হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তারা হলো- হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘একবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তিন শ্রেণির লোক; যাদের সঙ্গে আল্লাহ তাআলা কেয়ামতের দিন- ১. কথা বলবেন না; ২. তাদের প্রতি (দয়ার) দৃষ্টি দেবেন না; ৩. তাদের (গুনাহ ক্ষমা করে দিয়ে) পাক-পবিত্র করবেন না; ৪ আর তাদের জন্য রয়েছে (নির্ধারিত) কঠিন (আজাব) শাস্তি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন