যেভাবে চাবি ছাড়াই খুলতে পারবেন তালা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫
প্রত্যেকের ঘরে তালা আছে। ঠিক চাবি হারানোর ঘটনা প্রত্যেকের জীবনেই আছে। যদিও চটজলদি এই সমস্যার সমাধানও সম্ভব। এখন চাবি হারালেও চিন্তার কোনো কারণ নেই। পেশাদার কাউকে ছাড়াই নিজে নিজে চাবি ছাড়াই তালা খুলতে পারবেন। কাজটি নিজেই করে ফেলতে পারবেন।
যেভাবে চাবি ছাড়াই খুলতে পারবেন তালা চাবি ছাড়া তালা খোলার জন্য হাতের কাছে এক বাক্স দিয়াশলাই থাকলেই হলো। দিয়াশলাই ব্যবহার করে তালা খোলার কৌশল নিম্নে দেওয়া হলো। ১. সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে। ২. কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া টোটকা
- তালা ভাঙা