রাজশাহীতে ভুল সেটে এইচএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় ২০০ পরীক্ষার্থী
রাজশাহী শিক্ষাবোর্ডের সব কেন্দ্রে দুই নম্বর সেটের প্রশ্নে পরীক্ষা হলেও রাজশাহীর মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভুল করে চার নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ওই কেন্দ্রের প্রায় ২০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এইচএসসির রসায়ন প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলায় ৪০টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে। ৪০টি কেন্দ্রের মধ্যে ওই কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে।
ভুল সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করেন মাদার বক্স গার্হস্থ্য মহিলা কলেজের অধ্যক্ষ সালমা সাহাদাত। তিনি জাগো নিউজকে বলেন, ‘নিয়ম অনুসারে ট্যাগ অফিসার, কেন্দ্রে ডিউটিরত পুলিশ কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেটটি খোলা হয়। এরপর পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ বা পরীক্ষা কমিটিতে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে জানা হয় কোন প্রশ্নপত্রের সেটে পরীক্ষা হচ্ছে। তবে আজ (বুধবার) ভুলক্রমে অন্য সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে।’