তিন দশক পর ইরাকে প্রদর্শিত গিলগামেশ ড্রিম ট্যাবলেট

www.tbsnews.net প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

তিন দশক পর প্রথমবারের মতো ইরাকে প্রদর্শিত হলো সাড়ে তিন হাজার বছর পুরনো গিলগামেশ ড্রিম ট্যাবলেটটি।


কাদামাটির ফলকটিতে গিলগামেশ মহাকাব্যের কিছু অংশ খনন করা। বিশ্বের প্রাচীনতম সাহিত্যকর্মগুলোর মধ্যে একটি এই মহাকাব্য।


১৯৯১ সালে গালফ যুদ্ধের সময় একটি ইরাকি যাদুঘর থেকে লুট করা হয় এই ফলকটি। ওয়াশিংটন ডিসির মিউজিয়াম অব দ্য বাইবেল জাদুঘরে সংরক্ষিত হওয়ার আগে বেশ কয়েকটি দেশে পাচার করা হয় এটি।


২০১৯ সালে ইরাকি দূতাবাসে ফলকটি হস্তান্তর করে মার্কিন কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে