ঋণগ্রস্ত হয়ে শিশুকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে দিন দিন ঋণগ্রস্ত হয়ে উঠছিলেন যুবক ফরিদুল ইসলাম। তাই ঋণের টাকা পরিশোধের জন্য রাজ মামুন নামে ৯ বছরের এক শিশুকে অপহরণ করেন। কিন্তু মুক্তিপণের টাকা না পাওয়ায় ওই শিশুকে হত্যা করেন ফরিদুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এসব কথা স্বীকার করেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী এসব তথ্য জানান। তিনি বলেন, ৭ ডিসেম্বর দিনগত রাতে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সাভার থেকে বুধবার ভোরে ফরিদুলকে গ্রেফতার করা হয়।