মুরাদ-কাণ্ডের বার্তা
ইতিহাসে স্বর্ণযুগ বলে একটা কথা আছে। কিন্তু সেই স্বর্ণযুগেও ভালো আর খারাপ বলে কিছু থাকে এবং তারা হাত ধরাধরি করে হাঁটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো বারো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকে আওয়ামী লীগের স্বর্ণযুগ বলা যেতে পারে। দল লম্বা সময়ের জন্য ক্ষমতায়, তাই দলের নেতাকর্মীদের পাওয়ার শেষ নেই– পদপদবি, অর্থ-বাণিজ্যের নানা সুবিধা, এমনকি মান মর্যাদা। কিন্তু এসবের সঙ্গে দায়িত্বের যে সম্পর্ক আছে, সেটা বুঝতে পারেন না অনেকেই। আরও যেটা পারেন না সেটা হলো একটু সমঝে চলা, সীমা মেনে চলা, ক্ষমতা চর্চা বেশি না করে রাজনৈতিক চর্চা করা। ভালো সময়ের এটাই খারাপ দিক।