You have reached your daily news limit

Please log in to continue


অভিনয়ের ব্যস্ততা উপভোগ করছেন শ্রাবন্তী শেলীনা

মডেল-অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা। নিয়মিত মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন সম্ভবনাময়ী এই অভিনেত্রী। ২০১৫ সালে একটি একক নাটকে অভিনয় দিয়ে পথচলা শুরু করেন তিনি। সম্প্রতি বেশ ব্যস্ত সময় পার করছেন। দারাজ, ভিভেল কফি, ফিজি আইস টি, যমুনা ইলেক্ট্নিকস বিজ্ঞাপনচিত্রগুলোতে নিয়মিত দেখা যাচ্ছে শ্রাবন্তীর মুখ। এছাড়াও কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি।

বর্তমানে শ্রাবন্তী শেলীনা অভিনীত বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক হচ্ছে এশিয়ান টিভিতে আল হাজেন পরিচালিত ‘প্রেম চক্কর’, মাছরাঙায় শামীম জামানের ‘প্রিয়জন’, আরটিভিতে হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’, একুশে টিভিতে জুয়েল হাসানের ‘যাহা বলিব সত্য বলিব’, একুশে টিভিতে আসাদুজ্জামান আসাদের ‘জামাই ফান্দ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন