You have reached your daily news limit

Please log in to continue


সন্ত্রাস দমনে চূড়ান্ত দক্ষ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ; কে এই Bipin Rawat?

নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর কুন্নুরের দুর্ঘটনার কবলে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) কপ্টার। বুধবার সকালে কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকায় তাঁর কপ্টার ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্ত্রী এবং সেনার পদস্থ আধিকারিকরা। 

কপ্টারে ছিলেন-  CDS বিপিন রাওয়াত (Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়র এলএস লিদ্দের, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, এনকে গুরসেওয়াক সিং, এনকে জিতেন্দ্র কুমার, L/NK বিবেক কুমার, L/NK বি সাই তেজা, সৎপাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন