![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F3bc92ae6-55fe-4a29-a6fe-ca9ffbf11d83%252Ffacebook.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
সবচেয়ে বেশি ভ্যাট দিল ফেসবুক
দেশে অনাবাসী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (মূসক) তথা ভ্যাট দিয়েছে ফেসবুক। গত পাঁচ মাসে এই কোম্পানি সব মিলিয়ে সাড়ে ১২ কোটি টাকা ভ্যাট দিয়েছে।
বিজ্ঞাপন প্রচার করেই মূলত বেশি আয় করে ফেসবুক। সেই আয়ের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিতে হয়।
প্রায় দুই বছর ধরে দর-কষাকষির পর গত মে মাস থেকে অনাবাসী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট নিবন্ধন দেওয়া শুরু হয়। এই পর্যন্ত মোট সাতটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড, আমাজন ওয়েব সার্ভিস লিমিটেড, মাইক্রোসফট ও নেটফ্লিক্স। তবে সব মিলিয়ে ফেসবুকের তিনটি কোম্পানি ভ্যাট নিবন্ধন নিয়েছে। কোম্পানি তিনটি হলো ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স গত সপ্তাহে নিবন্ধন নেওয়ায় এখনো মাসিক ভ্যাট রিটার্ন দিতে হয়নি।