![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567521499.jpg&path=/uploads/news/2021/Dec/08/1638958105468.jpg&width=600&height=315&top=271)
শীতে পা ফাটা রোধে পেঁয়াজের রস!
বার্তা২৪
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:০৮
শীতে পা ফাটা যেমন যন্ত্রণাদায়ক, তেমনই বিরক্তিকর। পা ফাটার সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভোগেন। এ সমস্যা কারো কারো ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে। পা ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়। তখন ঠিকভাবে হাঁটাও যায় না!
পা ফাটার সমস্যায় বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন আপনি। তবে পা ফাটার সমস্যায় পেঁয়াজের রস ব্যবহারে ভালো উপকার পেতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- উপকারিতা
- পা ফাটা দূরীকরণ
- পেঁয়াজের রস