কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অমিত সাহারও ফাঁসি চান আবরারের মা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:৩২

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। তবে যাবজ্জীবনপ্রাপ্ত অমিত সাহার ফাঁসি চান আবরারের মা।


কুষ্টিয়ায় পিটিআই রোডের বাসায় রায় ঘোষণার পর আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল অমিত সাহা। আমি তার ফাঁসি চাই।’


তিনি আরও বলেন, ‘আবরার আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমার সেই ছেলেকে ওরা কীভাবে পিটিয়ে মারলো? ওরা এতো ব্যথা দিয়ে কষ্ট দিয়ে মারলো ছেলেটাকে! বেটার মৃত্যুর পর আমি শুধু আল্লাহর কাছে বলেছি, তুমি এ হত্যার বিচার করো।’


রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রোকেয়া খাতুন বলেন, ‘২০ জনের ফাঁসির রায় হয়েছে, আমি এতে সন্তুষ্ট। তবে অমিত সাহা যে সবসময় নির্দেশ দিয়েছে আরও পিটাও। তার কেন ফাঁসি হলো না? রায় যেন দ্রুত কার্যকর হয়। যেদিন কার্যকর হবে সেদিনই মনে করবো, আমার ছেলের বিচার হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অমিত সাহারও ফাঁসি চাই।’


কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আবরারের ভাই আবরার ফায়াজ বলেন, ‘অমিত সাহা ফোনে বলেছিল আরও দুই ঘণ্টা পেটানো যাবে। সে উপস্থিত না থাকলেও নির্দেশদাতা ছিল। তারও ফাঁসি হবে, আমরা এমনটি চেয়েছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও