পদত্যাগের পুণ্যস্নান সেরে উঠলেন মুরাদ, এবার কী হবে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগ করেছেন। আর এই খবর পাওয়ার পর থেকেই যেন অনেক কিছু থিতিয়ে আসতে শুরু করেছে। তাঁকে নিয়ে যে তর্ক-বিতর্ক, তা যেন কিছুটা মিইয়ে পড়েছে। অনেকেই এখন প্রসঙ্গান্তরে যাচ্ছেন বা যাওয়ার ফুরসত পাচ্ছেন। প্রশ্ন হলো পদধারীদের পদত্যাগই একমাত্র সাজা? সাধের পদত্যাগ করলেই কি একটা শুদ্ধিকরণ ঘটে যায়? পদত্যাগ কি নীলকণ্ঠ, যে সব অন্যায়ের বিষকে অমৃতে পরিণত করে? নাকি পুণ্যস্নান, যে সব পাপ ধুয়েমুছে সাফ করে দেয়?