You have reached your daily news limit

Please log in to continue


‘আবরারকে মেরে ফেলার ইচ্ছা ছিল না’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ (২২) হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ রায় প্রসঙ্গে বলতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো। আসামিদের কারও মধ্যে আবরারকে মেরে ফেলার ইচ্ছা ছিল না। আমরা সঠিক বিচারের জন্য আপিল করবো।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। তারপর আসামিপক্ষের আইনজীবী এ মন্তব্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইঞা বলেন, এ রায় যুগান্তকারী হয়ে থাকবে। এর মাধ্যমে স্কুল-কলেজে এমন বর্বরতা বন্ধ হবে বলে আশা করি।

তিনি আরও বলেন, আদালত ৬০ জনের মধ্যে ৪৬ জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করেছেন। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকবে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি, দ্রুত এ রায় কার্যকর হবে এটাই কামনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন