‘এমন ঘটনা যাতে আর না ঘটে, তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি’
এনটিভি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:০০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, ‘আবরার হত্যার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে এবং এই ঘটনা যেন আর না ঘটে, তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া আদালত সমীচীন মনে করে।’
আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার সময় এ কথা বলেন।
এ মামলায় ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।